বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে হাসুয়ার কোপে আহত যুবকের মৃত্যু

নাটোরে হাসুয়ার কোপে আহত যুবকের মৃত্যু

ইসাহাক আলী, নাটোর, ২১ আগস্ট- নাটোরের নলডাঙ্গায় গাছের পাতা কাটার দ্ব›েদ্ব হাসুয়ার কোপে আহত যুবক শহিদুল ইসলাম রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত মোঃ শহিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া ভাটোপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ঠ শুক্রবার দুপুরে বাড়ির পাশের সড়কের গাছের পাতা কাটা দিয়ে শহিদুল ইসলামের সাথে প্রতিবেশী সোহেল রানার মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হয়। একই দিন সন্ধ্যার দিকে শহিদুল ইসলাম বাড়ি থেকে স্থানীয় তালতলা বাজারে যাওয়ার পথে মোজার পুকুর পাড়ে গেলে সোহেল ও তার লোকজন শহিদুলের পথরোধ করে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় তার পেটেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত শহিদুল ইসলামকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী সাইদুর রহমানের ছেলে সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে জেল হাজতে পাঠায়। শহিদুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬দিন চিকিৎসাধীন থেকে রোববার সন্ধ্যায় সেখানেই মারা যান। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৯৯ বার ভিউ হয়েছে
0Shares