শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তারাগঞ্জে সমবায় দিবস পালিত

তারাগঞ্জে সমবায় দিবস পালিত

তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ ‘‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্তরে শোভাযাত্রা শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে হলরুমে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার শারমিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন। এছাড়াও উপস্থিত ছিলেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহবুব মোরশেদ, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল হক, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইউসিসি সভাপতি ছাদেক আলী, কালব’র সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ,  সাংবাদিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী সহায়ক কনজুমার লিঃ এর সভাপতি শিশিন চন্দ্র সরকার, শেষে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS