শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভালবাসার জয় হলো

ভালবাসার জয় হলো

বদরগন্জ(রংপুর)প্রতিনিধি ; অদম্য ভালবাসার কাছে পরাজিত হল ধনী গরিবের সংমিশ্রণ। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে শ্যামসুন্দরের জয়ী হলো।উচ্চ আদালতে আদেশে ফিরে পেলেন স্ত্রীকে।
ভালবেসে বিয়ে করেছিলেন রংপুরের বদরগঞ্জে পৌরশহরে মাস্টার পাড়ার শ্যামসুন্দর বিত্তশালী রাকেশ শর্মার মেয়ে হেমা রানীকে।কিন্তু শ্যামসুন্দর হতদরিদ্র বলে মেনে নেয়না বিত্তশালী বাবা রাকেশ শর্মা। জোর করে শ্যামসুন্দর কাছ থেকে হেমা রানীকে নিয়ে এসে পৌরশহরে পুরাতন বাজার সংলগ্ন মামা গনেশ শর্মার বাড়িতে আটকিয়ে রাখে। স্হানীয় ভাবে অনেক চেষ্টা করে নিজের প্রিয়তমা স্ত্রী হেমা রানীকে উদ্ধার করতে না পেরে গত ৩১অক্টোবর আইনজীবীর মাধ্যমে  হাইকোর্টের দারস্থ হোন শ্যামসুন্দর।আজ রবিবার হাইকোর্টে একটি বিভাগের বিচারক মজিবুল হক ও কাজী মোঃ ইজারুল হকের  রায়ে স্ত্রী কে ফিরিয়ে পেয়ে আনন্দে আত্নহারা হয়ে উঠে শ্যামসুন্দর রায়।
শ্যামসুন্দর রায়ের মামা অরুপ রায় বলেন,হেমা রানী হাইকোর্টকে বলেছে আমি সেচ্ছায় শ্যামসুন্দরকে ভালবেসে বিয়ে করেছিলাম।তার হাইকোর্ট হেমারানীকে শ্যামসুন্দর হাতে তুলে দিয়েছে।
জানতে চাইলে শ্যামসুন্দর রায় বলেন, দেশে এখনও আইন রয়েছে যার প্রমান আমার স্ত্রীকে ফিরে পেয়ে।আমাকে হেমা রানী ভালবেসে বিয়ে করেছিলেন কিন্তুু পুলিশ দিয়ে জোর করে  তাকে ছিনিয়ে নিয়ে আমার কাছ,থেকে। মেয়ের বয়স ১৮বছরের কম দেখিয়ে  আমার নামে নারী শিশু আইনে মামলা দিয়েছিল ।আজ হাইকোর্টের রায় সত্যি প্রমান হলো ভালবাসার জয় সবসময়।
৪০ বার ভিউ হয়েছে
0Shares