শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুরে বিড়ির শুল্ক কমানোসহ চার দাবিতে বিড়ি শ্রমিকদের জনসভা অনুষ্ঠিত

রংপুরে বিড়ির শুল্ক কমানোসহ চার দাবিতে বিড়ি শ্রমিকদের জনসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ দেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চলের আয়োজনে বিড়ি শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে
অনুষ্ঠিত জনসভায় আগামী ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে বিড়ির শুল্ক ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর আগ্রাসন বন্ধ করা এবং বিদেশী বহুজাতিক কোম্পানীর নি¤œস্তরের সিগারেট বন্ধ করার দাবি জানান শ্রমিকরা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশন (রসিক) মেয়র আলহাজ¦ মোঃ মোস্তাফিজার রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
রংপুর (হারাগাছ) বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন (বিএসসি)।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেন, লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, সহ-সম্পাদক জামিল আকতার, সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।
৬৭ বার ভিউ হয়েছে
0Shares