সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে বিজিবি’র গাড়ীতে হামলা চালিয়ে আসামী ছিনতাই

পানছড়িতে বিজিবি’র গাড়ীতে হামলা চালিয়ে আসামী ছিনতাই

প্রতিনিধি(পানছড়ি)খাগড়াছড়ি, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে বিজিবি’র গাড়ীতে হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে দুই আসামী ও উদ্ধারকৃত সাড়ে বার লক্ষ টাকা। ছিনতাই করে নেয়া আসামীর নাম রিংটু চাকমা (২৭) ও ধনরঞ্জন চাকমা (২৩)। তারা লোগাং ইউপির সীমানাপাড়ার প্রদীপ চাকমা ও সুমেন্তু চাকমার সন্তান। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিমুলে জানা যায়, ২৪’সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে দশটার দিকে লোগাং বিজিবি ক্যাম্পের চেক পোষ্টে ডিউটিরতরা একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল যোগে আসা দুই আরোহীকে সন্দেহ হলে তাদের তল্লাশী করে। এ সময় তাদের হেফাজতে থাকা একটি বস্তায় সাড়ে বারো লক্ষ টাকা পাওয়া যায়। এই টাকার উৎস ও মালিকানা সম্পর্কে তারা কোন তথ্য দিতে না পারায় তাদের আটক করা হয়। এ সময় ১নং লোগাং ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য রিপন চাকমা, ২নং ওয়ার্ড সদস্য ও কার্বারী পূর্ণ জীবন চাকমা ও ৪নং ওয়ার্ড সদস্য সাহেব আলীর উপস্থিতিতে বস্তা খুলে টাকাগুলো গননা করা হয়। যার জব্দ তালিকায় ইউপি সদস্য ও আসামীদ্বয় স্বাক্ষর করেছে।

সমুদয় অর্থ, মোটর সাইকেল, আটক আসামী, জব্দ তালিকা ও প্রতিটি টাকার নাম্বার সম্বলিত সিজার লিস্ট নিয়ে বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে পানছড়ি থানায় আসার পথে উপজেলার পূজগাং ব্রীজ এলাকায় কয়েকশ পুরুষ ও মহিলা লাঠিসোটা নিয়ে বিজিবি’র গাড়িতে হামলা চালায়। বিজিবির মানবিক আচরনে তারা শান্ত না হয়ে উগ্র আচরণের মাধ্যমে লাঠি দিয়ে মারধর করে কয়েক বিজিবি সদস্যকে আহত করে টাকা ও দুই আসামী ছিনিয়ে নেয়। উপস্থিত মহিলা ও পুরুষদের উগ্র আচরণ ও অতি নিকটে চলে আসায় বিজিবির সদস্যরা ধৈর্য্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র অধিনায়কের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৩ রাউন্ড ফাঁকা গুলি করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে পানছড়ি থানায় ১০/১২জনকে নামীয় ও পাঁচ শতাধিক অজ্ঞাতকে আসামী করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS