মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিশেষ অভিযানে পানছড়ি থানা পুলিশের চারে চার

বিশেষ অভিযানে পানছড়ি থানা পুলিশের চারে চার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ১২’মার্চ ২০২৩  : একদিকে বিশেষ অভিযানে অন্যদিকে পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদের মাদক নিয়ে জিরো টলারেন্স। বিপাকে মাদক ব্যবসায়ীরা। মাদক পাচারকারীরা কৌশলে পরিবর্তন আনলেও পুলিশের বুদ্ধির কাছে ধরাশায়ী। চারিিট সফল অভিযানে ফলাফল চারে চার। সেদিন ছিল (৯’মার্চ) বৃহষ্পতিবার। পানছড়ি থানার ওসির দিক নির্দেশনায় এসআই আই আবু নছর নিপু ও এএসআই মো: মোশারফর হোসেনের নেতৃত্বে পানছড়ি বাজারস্থ তবলছড়ি সড়কে আরপি মেডিকেল হলে অভিযান চালিয়ে নয়ন চন্দ্র শীল (২৬), জয়দত্ত (২৬) ও অজয় দত্ত (২৫)কে আটক করে।

একই দিন সন্ধা সাত’টার দিকে কানুনগোপাড়া এলাকায় ৭৫’হাজার টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ জগদীশ চাকমা নামের একজনকে আটক করে।

১০’মার্চ শুক্রবার জুম্মার নামাজ আদায়ে সবাই থাকবে ব্যস্ত। সেই সুযোগটা কাজে লাগিয়ে বিশেষ কায়দায় ভুষির বস্তায় ১২ কেজি: গাঁজা নিয়ে বীরদর্পে পার হচ্ছিল রাঙামাটি সদর উপজেলার কুতুবছড়ি ইউপির চেগেইয়াছড়ি গ্রামের খোকন চাকমা ও সুফল চাকমা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সাদা পোশাকে থাকা ওসি মো: হারুনুর রশিদ নিজেই অভিযান চালিয়ে উদ্ধার করেন ১২ কেজি গাঁজা ও ব্যবহৃত মাহেন্দ্র গাড়ী। যা গাঁজা উদ্ধারে পানছড়ি থানার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

সর্বশেষ ১১’মার্চ নিয়মিত মামলার আসামী মো: এরশাদ (২৪)’কে পাঁচশত গ্রাম গাঁজাসহ আটক করে। সে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকার মো: হোসেনের সন্তান। চার চারটি সফল অভিযানে মাদক কার্বারীদের চোখে নেই ঘুম। আর সর্বসাধারণ বলছে পানছড়ি থানা পুলিশের চার’টি সফল অভিযানের ফলাফল চারে চার।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares