শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে র‌্যাব-১৩

সৈয়দপুরে কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে র‌্যাব-১৩

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি\ র‌্যাব-১৩, রংপুর এর অধিনায়ক আরাফাত ইসলাম নীলফামারীর সৈয়দপুর উপজেলার কেন্দ্রীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গতকাল র‌্যাব অধিনায়ক সৈয়দপুর শহরের সদর পুলিশ ফাঁড়ির সামনে কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপে আসেন। এ সময় সৈয়দপুর উপজেলা দূর্গা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজকুমার পোদ্দার রাজু তাকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টু, পৌর দূর্গা উদযাপন পরিষদের সভাপতি বাবু রঞ্জন কুমার সরকার, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টীন ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র রায়, শিল্পপতি গোকুল কুমার পোদ্দার, বুলবুল রায়, সৈয়দপুর সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যাব-১৩ রংপুর এর অধিনায়কের পূজা মন্ডপ পরিদর্শনকালে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-৪ ক্যাম্পের সিনিয়র এএসপি সালমান উল আলমসহ অন্যান্য কর্মকর্তারা তাঁর সাথে ছিলেন। র‌্যাব-১২ রংপুর এর অধিনায়ক সৈয়দপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে দূর্গাপূজা আয়োজনে আইনশৃংখলার বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তিনি দূর্গাপূজা মন্ডপের নিরাপত্তায় র‌্যাব বাহিনীর সহযোগিতার আশ্বাস দেন। র‌্যাব -১৩,রংপুর এর অধিনায়ক মো. আরাফাত ইসলাম বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বী স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে আসন্ন দুর্গাপূজা। দূর্গাপূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃংখলাবাহিনীর সাথে সমন্বয় করে র‌্যাব-১৩ রংপুর এর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে। দূর্গাপূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক মোবাইল টিম হিসেবে নিয়োজিত রয়েছেন ।

 

২১০ বার ভিউ হয়েছে
0Shares