শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা 

মোহনপুরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা 

রতন মাস্টার মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলায় ১৫ ই অক্টোবর রবিবার সন্ধ্যার পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, হযরত আলী,আল-আমিন বিশ্বাস, দেলোয়ার হোসেন, বাবলু হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা,মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সবুর মাস্টার, ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরশেদ আলী খান, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন সরকার রনি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
জানা যায় ১৮ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিকালে প্রায় আড়াই হাজার মটর সাইকেল নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা  আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে বের হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করবে।
৯১ বার ভিউ হয়েছে
0Shares