শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপির লাফালাফিতে কিছু হবে না যথাসময়ে নির্বাচন : তোফায়েল আহমেদ

বিএনপির লাফালাফিতে কিছু হবে না যথাসময়ে নির্বাচন : তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতই লাফালাফি করুক না কেন, তারা কিছু করতে পারবে না। কোনো লাভ হবে না। নির্বাচন যথাসময়েই হবে। আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার রাষ্ট্রক্ষমতায় আসবে এটা আমার বিশ্বাস।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, বিরোধী দল হিসেবে তারা তো বিরোধিতা করবেই। জনগণ সেটা মেনে নেয় না। তাই কে কী বলল সেটা বিষয় নয়। বুধবার সকালে ভোলায় পুলিশ সুপার কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি গত কয়েক বছর ধরে একই কথা বলে আসছে। কোনো কাজ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। আমরা বাংলার মানুষের মনের আশা পূরণ করব।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা বলেন, আজ বঙ্গবন্ধু নেই কিন্তু তিনি বিশ্ব নেতা হিসেবে শ্রদ্ধেয়। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের কাছে জাগ্রত থাকবে বঙ্গবন্ধু। এজন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তোফায়েল আহমেদ।

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম মুছা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রিপন চন্দ্র সরকার।

এসময় প্রিন্ট ও টিভি মিডিয়ার সাংবাদিক ও সব থানার ওসিসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

২৮ বার ভিউ হয়েছে
0Shares