শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আগামীকাল নাচোলের রানীমা ইলামিত্রের ২১তম মৃত্যুবার্ষিকী

আগামীকাল নাচোলের রানীমা ইলামিত্রের ২১তম মৃত্যুবার্ষিকী

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- আগামীকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের রানীমা খ্যাত বিরঙ্গনা ইলামিত্রের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। নেজামপুর ইউপির কেন্দুয়া পঞ্চানন সরকারী প্রাথমিক বিদ্যায় প্রাঙ্গনে রানী ইলামিত্র সংসদ আয়োজিত স্মরণসভায় সকাল ৯টা থেকে রানীমার আত্মার শান্তি কামনায় হরিনামকীর্তণ, দুপুর ১২টায় আদিবাসী(ক্ষুদ্র নৃ-গোষ্ঠি)র রানীমাভক্তদের পদ্মপাতায় মধাহ্নভোজ, বিকেল ২টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ইলামিত্রের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুঃ গোলাম মোস্তদফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আদিবাসী সম্প্রদায়ের রানীমাভক্তবৃন্দ।

উল্লেখ্য, ১৯৪৬ থেকে ১৯৫০ সন পর্যন্ত ততকালীন ভূমি মালিকদের সাথে বর্গচাষিদের জমিতে ফসল উৎপাদনের ন্যয্যতা নিয়ে জটিলতার বিষয়ে জমিদার পতœী হয়েও বরেন্দ্র অঞ্চলে তাঁ স্বামী শ্রী রমেন মিত্রের জমিদারীতে বর্গাচাষিদের উৎপাদন খরচ হিসেবে এক ভাগ, ফসলের বর্গাদার হিসেবে একভাগ অবশিষ্ট একভাগ জমি মালিকের এ হিসেবটির নামই তে-ভাগা। এটিই পরবর্তীতে তে-ভাগা আন্দোলন হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ছড়িয়ে পড়ে। ততকালীন পূর্বপাকিস্তান সরকার কমরেড ইলামিত্রের ওই আন্দোলনকে রাজনৈতিক অর্থাৎ রাস্ট্র বিরোধী হিসেবে চিহ্নিত করে। ফলে বরেন্দ্র অঞ্চলের আদিবাসী-মুসলিম বর্গাদারদের উপর পূর্ব পাকিস্তানী পুলিশের নির্যাতন নেমে আসে। অবশেষে রানী ইলামিত্রকে পাকিস্তান পুলিশ রহনপুর স্টেশন এলাকা থেকে আটক করে।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS