বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার কলমাকান্দায় ইজিবাইকের ধাক্কায় চার বছরের শিশু নিহত

নেত্রকোনার কলমাকান্দায় ইজিবাইকের ধাক্কায় চার বছরের শিশু নিহত

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা- কলমাকান্দা সড়কের রামিসা ফিলিং স্টেশনের কাছে শুক্রবার সকাল ১০টার দিকে ইজিবাইকের ধাক্কায় ফাতেমা নামক চার বছরের এক শিশু নিহত হয়েছে।

নিহত ফাতেমা কলমাকান্দা সদর ইউনিয়নের মনতলা গ্রামের রুবেল মিয়ার মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ীর পাশে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রæতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ফাতেমা সড়কে ছিটকে পরে গিয়ে মারাত্মক আহত হয়। আশপাশের লোকজন ফাতেমাকে উদ্ধার করে দ্রæত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ জালাল উদ্দিনের সাথে সন্ধ্যায় যোগাযোগ করলে তিনি ইজিবাইকের ধাক্কায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

৫৬ বার ভিউ হয়েছে
0Shares