মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধ : বাড়ীঘর ভাংচুর প্রাণনাশের হুমকিতে</span> <span class="entry-subtitle">অসহায় পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে</span>

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধ : বাড়ীঘর ভাংচুর প্রাণনাশের হুমকিতে অসহায় পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ; জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধর, বাড়ীঘর ভাংচুর, অত্যাচার নির্যাতন ও অব্যাহত প্রাণনাশের হুমকিতে অসহায় আইনুল ইসলাম ওরফে আব্দুল্লাহর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় প্রাণ ভয়ে প্রায় তিন মাস যাবৎ অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র আইনুল ইসলাম ওরফে আব্দুল্লাহর সাথে তারই প্রতিবেশী মৃত আব্দুল খালেকের পুত্র মিলন মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা হলে আইনুল ইসলাম আদালত কর্তৃক ডিক্রী প্রাপ্ত হন। তারপরও আইনুল ইসলাম ডিক্রী প্রাপ্ত জমিতে যেতে না পারায় সে আদালতে স্বত্ত দখল বুঝিয়ে দেয়ার মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা চলতি বছরের ২৯ মে রাতে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বাঁধা দিতে গিয়ে আইনুল ও তার স্ত্রী কুলসুমা ওরফে সাথী বেগম আহত হয়। এ ঘটনায় আইনুল বাদী হয়ে মুজাহিদ, মিলনসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে। বাড়ী থেকে উচ্ছেদের লক্ষ্যে আসামীরা ১১ জুন পূনরায় আইনুলের বাড়ীতে প্রবেশ করে তার মা হালিমা খাতুন ও তার স্ত্রী কুলসুমা ওরফে সাথী বেগমকে মারধর করে। এ ব্যাপারে কুলসুমা বাদী হয়ে মিলন মিয়াসহ ৪ জনকে আসামী করে একটি মামলা করেন। অবশেষে বিজ্ঞ আদালতের নির্দেশে চলতি বছরের ২৭ জুলাই জেলা জজ আদালতের নাজির, এডভোকেট আমিন কমিশনার, পুলিশ ফোর্স ও ঢুলি নিয়ে নালিশী ভূমিতে উপস্থিত হয়ে মাপ কার্য পরিচালনা করে সীমানা নির্ধারণ পূর্বক ঢুল পিটিয়ে লাল নিশানা টানিয়ে স্বত্ত দখল বুঝিয়ে দেয়া হয়। আদালতে লোকজন চলে যাওয়ার পর আসামীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সীমানা নির্ধারনী খুটিগুলো জোরপূর্বক তুলে ফেলে দেয়। এ সময় বাঁধা দিতে গেলে আসামীরা আইনুলের মা হালিমা আক্তার খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় এ জমিতে আসলে তাদেরকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এরপর থেকেই আসামীদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তা হীনতায় প্রাণ ভয়ে আইনুল তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে অসহায় আইনুল ইসলাম ও তার পরিবারের লোকজনের জীবনের নিরাপত্তা ও আদালত কর্তৃক ডিক্রী প্রাপ্ত জমির স্বত্ত দখল বুঝিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান।

৭৭ বার ভিউ হয়েছে
0Shares