সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে ইজিবাইক  চালকের গলাকাটা লাশ উদ্ধার  

সিরাজগঞ্জে ইজিবাইক  চালকের গলাকাটা লাশ উদ্ধার  

সিরাজগঞ্জ প্রতিনিধি ;: সিরাজগঞ্জ সদর উপজেলার  বহুলী ইউনিয়নের  রঘুরগাঁতী এলাকা থেকে মোতালেব নামে এক ইজিবাইক  চালকের গলাকাটা লাশ উদ্ধার  করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রঘুরগাঁতী এলাকার ধান ক্ষেত  থেকে ওই ইজিবাইক  চালকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা।  নিহত মোতালেব (৩০) সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার সাইফুল ইসলামের ছেলে। তিনি তার শ্বাশুড়বাড়ী পৌর এলাকার গয়লা মহল্লায় থাকতেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন মোতালেব। সন্ধ্যা সাড়ে ৭টা ৮টার দিকে তার ফোন বন্ধ হয়ে যায়। বুধবার সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী এলাকায় তার গলাকাটা লাশ দেখেতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের  লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতে এসে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS