শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে জাতীয় পার্টির উদ্যোগে গুণী ব্যাক্তিদের স্মরণে শোক সভা অনুষ্ঠিতধ

সেনবাগে জাতীয় পার্টির উদ্যোগে গুণী ব্যাক্তিদের স্মরণে শোক সভা অনুষ্ঠিতধ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ;; নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগের সেনবাগে সদ্য প্রয়াত গুণী ব্যাক্তিদের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার সন্ধ্যায় সেনবাaগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনবাগ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিডিয়া ব্যাক্তিত্ব হাসান মঞ্জুর । এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আর্মি, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ভিপি মমিন উল্যা মানিক, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজ্বী আবদুল ওদুদ, লন্ডন প্রবাসী আবু আব্বাস চৌধুরী, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুন, চাঁদপুর আর্দশ উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক বদরুল আলম নয়ন, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাদাত হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মোঃ আলী,তাজুল ইসলাম, জাতীয় যুব সংহতির নেতা আবদুল জব্বার রিপন প্রমুখ।

উল্লেখ সেনবাগ পৌর জাতীয় পার্টির সদ্য প্রয়াত সাবেক সভাপতি মরহুম মোঃ মোস্তফা মিয়া, সেনবাগ বাজার কমিটির সভাপতি মরহুম আমান উল্যা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মাহবুবুল হক বিএসসি-,অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মরহুম মাওলানা মজিবুল হকের স্বরনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

৮৫ বার ভিউ হয়েছে
0Shares