শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ির টি-টুয়েলভ ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহাম¥দপুর ইয়ং ষ্টার   

পানছড়ির টি-টুয়েলভ ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহাম¥দপুর ইয়ং ষ্টার   

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ২০’মার্চ ২০২৩ ; দৃষ্টিনন্দন আয়োজনের মধ্যে পানছড়িতে শেষ হয়েছে টি-টুয়েলভ নক আউট ক্রিকেট টূর্ণামেন্ট। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা। ২০’মার্চ (সোমবার) বিকেল ৩’টা থেকে আয়োজিত এই খেলায় মোকাবেলা করে মোহাম¥দপুর ইয়ং ষ্টার ক্লাব বনাম কলোনীপাড়া স্থানীয় যুব কল্যাণ সংঘ। এতে  মোহাম¥দপুর ইয়ং ষ্টার ২৬রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রাইজমানি,  ট্রফি ও মেডেল তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে বিজয় কুমার দেবের নিজস্ব তহবিল থেকে যথাক্রমে দশ ও পাঁচ হাজার টাকা পূরষ্কার প্রদান করা হয়। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিটন জানান, এটি ছিল পানছড়ির সবচেয়ে সফল ও সেরা টূর্ণামেন্ট। জানা যায়, টূর্ণামেন্টে সর্বমোট ১৫টি দল অংশ নিয়েছিল।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares