মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পায়ের ঘষায় উঠে যাচ্ছে ভিটুমিন পানছড়ির লতিবানে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

পায়ের ঘষায় উঠে যাচ্ছে ভিটুমিন পানছড়ির লতিবানে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুই কোটি টাকার অধিক বরাদ্দের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলেছে এলাকাবাসী। উপজেলার ৪নং লতিবান ইউপির ৬নং ওয়ার্ডের চন্দ্র নাথ চেয়ারম্যান পাড়া থেকে চন্দ্র কার্বারী পাড়া রাস্তা নির্মানের কাজে এই অভিযোগ এলাকাবাসীর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও ও ছবি আপলোড করে তারা জানিয়েছে প্রতিবাদ। ঘটনাটি পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের দৃষ্টিগোচরে এলে নির্বাচনী কাজের ব্যস্ততা ফেলে তিনি তাৎক্ষনিক ছুটে যান ঘটনাস্থলে। ঠিকাদারী প্রতিষ্ঠানের সেলিম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী সেলিমকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করেন এবং পূনরায় দ্রæত সময়ের মধ্যে মানসম্পন্ন উপকরণ দিয়ে কাজটি শেষ করার নির্দেশ প্রদান করেন।

স্থানীয় কালো বিকাশ চাকমা, রতন জ্যোতি চাকমা, আলো জ্যোতি চাকমা জানান, এক দিনও পার হলোনা হাত ছোঁয়া আর পায়ের ঘষাতেই উঠে যায় সদ্য নির্মানাধীন রাস্তার ভিটুমিন। স্থানীয় অভিজ্ঞ অনেকেই জানান, ভিটুমিন যখন পুড়ে যায় তখন তার আঠা নষ্ট হয়ে যায়। এখানেও এই ধরণের ঘটনা ঘটেছে যার জন্য ভিটুমিন উঠে যাচ্ছে। পানছড়ি উপজেলার এলজিইডি প্রকৌশলী মো: আবদুল খালেক প্রথমে বলেন, সেটিং টাইমের আগেই এলাকার লোকজন ভিটুমিন তুলে ফেলতেছে। পরবর্তীতে আবার বলেন ইউএনও স্যারসহ ঘটনাস্থলে গিয়েছি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে পূনরায় কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে। ফলে পূনরায় কাজ করা হচ্ছে। ইউএনও অনজন দাশের দ্রæত ঘটনাস্থল পরিদর্শন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে পূনরায় রাস্তা নির্মানের নির্দেশনা প্রদান করায় এলাকাবাসী স্বাগত জানিয়েছে।

১৬৬ বার ভিউ হয়েছে
0Shares