বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মা-সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মা-সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিভাবকদেরকে সন্তানদের স্কুলগামী করা ও ঝরে পড়া রোধে উদ্বুদ্ধ করার লক্ষে মা-সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গুঠইল মডেল সরকারী প্রথামিক বিদ্যালয়ের আয়োজনে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিদ্যালয়ের সভাপতি সামশুন নাহারের সভাপতিত্বে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন ও উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএকে.জিলানী। এসময় উপস্থিত ছিলেন, গুঠইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন ও অজুফা খাতুন এবং উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহীম বাবু। সমসাময়িক সামাজিক সমস্যা ডেঙ্গু জ্বর প্রতিরোধে নিজ নিজ বাসগৃহ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, বাল্য বিবাহ রোধে প্রতিবেশী ও গ্রাম পর্যায়ে অভিভাবকদেরকে সচেতন করা ও সর্বপরি নিজ সন্তানকে স্কুলগামী করতে, শিশুদেও প্রতি বন্ধুশুলভ আচরণ ও স্কুলে শিক্ষকদের সাথে নিয়মিত খোঁজ-খবর নেওয়ার জন্য আহŸান জনানো হয়।

১৯৫ বার ভিউ হয়েছে
0Shares