মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নাচোলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার,নাচোল-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, ক্ষণজন্মা পুরুষ জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষনটি যেমন বাঙালী জাতির গর্ব, তেমনি পৃথিবীর কালজয়ী ভাষনগুলির মধ্যে জাতির জনকের ভাষনটি এখন ইউনেস্কোসহ আন্তর্জাতিক স্মীকৃতি পেয়ে জাতিকে ধন্য করেছে।

 

৭৩ বার ভিউ হয়েছে
0Shares