বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মাদক ও স্মার্ট ফোনের আগ্রাসনরোধে কালাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ

মাদক ও স্মার্ট ফোনের আগ্রাসনরোধে কালাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ

রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক মোবাইল ছেড়ে খেলতে চল, ”নব কিশোরের অভিযাত্রা ফুটবলে ফিরুক পুরোন মাত্রা” এই প্রতিপাদ্য বাস্তবায়নে জয়পুরহাটের কালাইয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন উপজেলা ক্রীড়া সংস্থা। এতে জয়পুরহাট জেলা প্রশাসন একাদশ বনাম কালাই উপজেলা প্রশাসন একাদশ মুখোমুখি হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জেলা প্রশাসন একাদশ বনাম উপজেলা প্রশাসন একাদশ ১-১ গোলে ড্র হয়। আয়োজনে আনন্দে মেতে ওঠেন খেলা দেখতে আসা এলাকার দর্শকরা।

পড়ন্ত বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার ১৪ মিনিটের মাথায় জেলা প্রশাসনের পক্ষে ১০ নম্বর জার্সিধারী জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে গোলের সূচনা করেন। এরপর দ্বিতীয়ার্ধে উপজেলা প্রশাসনের পক্ষে ০৯ নম্বর জার্সিধারী শাহেদ প্রতিপক্ষের জালে একটি গোল করে। শেষাবধি ১-১ গোলে খেলা ড্র হয়।

পুরো ৬০ মিনিটের খেলা মনোমুগ্ধ হয়ে উপভোগ করেন মাঠের দুই পাশে বসা দর্শকরা। তারা উপজেলা ক্রীড়া সংস্থার ব্যতিক্রমী এমন ফুটবল ম্যাচকে স্বাগত জানিয়ে আগামী দিনেও এমন আয়োজন দেখতে চান বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাফছাদুল হক তালুকদার জনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অসমাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে আমাদের মধ্যে বেশি বেশি ক্রীড়া চর্চা প্রয়োজন।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মাদক ও স্মার্ট ফোনের আগ্রাসন থেকে বর্তমান তরুণ সমাজকে দূরে রাখতে উপজেলা পর্যায়ে এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। তরুন খেলোয়ারদের উৎসাহ দিতে আমি সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ এ খেলায় অংশ নেন।

ম্যাচটির প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মহিবুল তালুকদার এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন যথাক্রমে মতিন সরদার ও সামচুল প্রমানিক।

এসময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল।

১৯৩ বার ভিউ হয়েছে
0Shares