শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী

দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ নেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান‘র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব,উপজেলা প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার। এ সময় আরো বক্তব্য রাখেন দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চুন্নু, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

২৩ বার ভিউ হয়েছে
0Shares