মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
স্কাউটস এর এআইএস ও মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত 

স্কাউটস এর এআইএস ও মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন,  জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় অনলাইন মেম্বারশিপ রেজিষ্ট্রেশন ওরিয়েন্টেশন ও এডাল্ট ইন স্কাউটিং বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) সকালে দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট অফিসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় কমিশনার এডাল্ট ইন স্কাউটিং ( এআইএস) ফেরদৌস আহমেদ। সাবেক আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান, এএলটি এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ ও (এআইএস) মুক্তালাল রায় ঈশোর, মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ও আইসিটি বিষয়ক আঞ্চলিক উপ কমিশনার মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।  উদ্বোধনের পর সকালে মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওরিয়েন্টশনের বিভিন্ন সেশন উপস্থাপন করেন জাতীয় কমিশনার মেম্বারশীপ রেজিষ্ট্রেশন সৈয়দ রফিক আহমেদ ও সহকারী পরিচালক কাজী নাসির উদ্দিন। সেশনে অংশগ্রহণকারী জেলা উপজেলা এডমিন, জেলা সম্পাদকসহ জেলা ও উপজেলার স্কাউটারগণ হাতে কলমে অনুশীলন ও সুপারিশ তুলে ধরেন। মধ্যহ্নভোজের মাধ্যমে ওরিয়েন্টশন কার্যক্রম শেষ হয়। দুপুর ২ টায় শুরু হয় এডাল্ট ইন স্কাউটিং বিষয়ক ওয়ার্কশপ।  ওয়ার্কশপে স্কাউট আন্দোলনে এডাল্ট লিডারদের ভূমিকা, তাদের নিয়োগ, কার্যপরিধি, সেফ ফর্ম হার্ম পলিসি ও আচরণ বিধিমালা বিষয়ে সেশন তুলে ধরেন আঞ্চলিক উপ কমিশনার স্কাউটার মুক্তলাল রায় ঈশোর, উপ পরিচালক আব্দুর রশিদ ও আব্দুল্লাহ আল মামুন। ওয়ার্কশপে জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদ উপস্থাপিত সেশনসমূহের বিষয়ে পর্যালোচনা ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
বিকেলে সুপারিশমালা উপস্থাপন শেষে ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন জাতীয় কমিশনার মেম্বারশীপ রেজিষ্ট্রেশন সৈয়দ রফিক আহমেদ। ওয়ার্কশপে রংপুর বিভাগের আট জেলা শতাধিক স্কাউটার অংশগ্রহণ করেন।
২২ বার ভিউ হয়েছে
0Shares