শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

পার্বতীপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : শোক মিছিল, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, ও কাঙ্গালী ভোজসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ, তাপবিদ্যুৎ কেন্দ্র শাখা ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করে। বিভিন্ন সংগঠনের পৃথক পৃথক দোয়া মাহর্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এ্যাড, মোস্তাফিজুর রহমান এমপি, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো: মাহমাদুল হাসান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক হাবিব হাসান প্রমুখ। শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।

৪১ বার ভিউ হয়েছে
0Shares