শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে পলাশী সমাজ উন্নয়ন সংস্থা’র স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে পলাশী সমাজ উন্নয়ন সংস্থা’র স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র লাটের হাটে পলাশী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ৩০ দিন ব্যাপী স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। উক্ত কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মোঃ আমিনুল ইসলাম (ডিএমএফ) ও ডাঃ মোঃ দুলাল হোসেন (প্যারামেডিকেল)। এসময় পলাশী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ শরিফুল ইসলাম,পলাশী সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও স¤প্রীতি মানব কল্যান সংস্থার পরিচালক মোঃ ওয়ালীউল্লাহ, প্রশিক্ষণ গ্রহনকারী মোছাঃ জান্নাতুন ফেরদৌসী ও মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এব্যাপারে ১৪ জানুয়ারি শনিবার দুপুরে লাটেরহাটে প্রশিক্ষণ কর্মশালা চলাকালীন সময়ে বিশেষ সাক্ষাৎকারে পলাশী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, ১লা জানুয়ারী/২০২৩ ইং তারিখ হতে এই স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়েছে এবং আগামী ৩০ জানুয়ারি /২০২৩ ইং পর্যন্ত মাসব্যাপী চলমান থাকবে। তন্মধ্যে ১৫ দিন অফিসিয়াল ও ১৫ দিন মাঠপর্যায়ে প্রশিক্ষণ দেয়া হবে। তাই “সেবা নিন,সুস্থ থাকুন” ¯েøাগান নিয়ে গ্রামিন গরিব অসহায় জনগোষ্ঠির দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে পলাশী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS