বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

তানোরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল,সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন করে।
এছাড়াও সকাল ১০টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী-১তানোর গোদাগাড়ী আসনের সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল বাসার সুজন প্রমূখ উপস্থিত ছিলেন।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS