বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে এবার গাঁজাসহ মহিলা আটক

পানছড়িতে এবার গাঁজাসহ মহিলা আটক

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) : দেড় কেজি গাঁজাসহ এবার এক মহিলাকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক মহিলার নাম অমলা বড়–য়া (৪৮)। সে উপজেলার নকুল মাষ্টার টিলার মৃত গোপাল চন্দ্র সরকারের সহধর্মিনী।

এই সফল অভিযানের দিক নির্দেশক ছিলেন পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ। নকুল মাষ্টার টিলা এলাকায় ভাড়া বাসায় থেকে গাঁজা বিক্রি করে এমন সংবাদ পায় পানছড়ি থানার ওসি। এই খবরে এসআই সৈয়দ ছানাউল্লার নেতৃত্বে সংঙ্গীয় পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন তিনি। ৯’আগষ্ট (বুধবার) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে অমলার ভাড়া বাসা থেকে দেড় কেজি: গাঁজাসহ তাকে আটক করে। পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনার পর পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS