শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়ায় সাধারন রাজমিস্ত্রি মকসেদ আলীর ব্যতিক্রম উদ্যােগ 

তেঁতুলিয়ায় সাধারন রাজমিস্ত্রি মকসেদ আলীর ব্যতিক্রম উদ্যােগ 

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া।  উপজেলার বিভিন্ন হাট-বাজারে পরিস্কার পরিছন্ন,জীবানুমুক্ত রাখতে ও মশার উপদ্রব্য কমাতে,মানুষকে ডেঙ্গু আক্রান্ত থেকে সুরক্ষিত রাখতে এক ব্যতিক্রম উদ্যােগ গ্রহণ করেছে তেঁতুলিয়া আজীজনগড় এলাকার  রাজমিস্ত্রি মকসেদ আলী ।
বৃহস্পতিবার (১০আগষ্ট) সকাল ৭টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ডেঙ্গু নিয়ে কাজ শুরু করেছে রাজমিস্ত্রি মকসেদ আলী।
মোকসেদ আলী জানান, সামান্য মজুরীতে কাজ করে সংসার চালালেও নিজের হাত খরচের টাকা জমিয়ে আমি তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে  নিজ হাতে জীবানুনাশক স্প্রে করা শুরু করেছি।যেখানে -সেখানে ময়লা না ফেলা,ড্রেনের পানিতে পরিত্যক্ত জিনিসপত্র না ফেলা,দোকান পাট কিংবা বাসা বাড়িতে পরিত্যক্ত জায়গা কিংবা জিনিসপত্র পরিস্কার পরিছন্ন রাখতে  মকছেদ আলী করছেন সচেতন। মকছেদ আলী মনে করেন  যে যার মতো সচেতন থাকলে পরিবেশ যেমন রক্ষা থাকবে তেমনি রক্ষা পাওয়া যাবে ডেঙ্গুর মতো জীবননাশক রোগ থেকে।
বাবুলা আক্তার বলেন,এটি একটি ভালো উদ্যোগ  উনি যে নিজে আগ্রহ করে এতে সমর্থক করি আমরা যদি সবাই এর পিছনে এগিয়ে আসি তাহলে উনার সুবিধা হবে।আরো ভালো হবে আমাদের পরিবেশটা  ভালো থাকবে।
তাহের আলী জানান,তিনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছে আমরা তার জন্য সাধুবাদ জানাই আমরা তার সহোযোগিতা করবো।
২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS