মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাগঞ্জের নাচোলে প্রেস ব্রিফিং

চাঁপাইনবাগঞ্জের নাচোলে প্রেস ব্রিফিং

 ইব্রাহীম, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের সর্বশেষ ৪র্থ ফেজে চার ইউনিয়নে মোট ৮০ জন ‘ক’ শ্রেণীর গ্রহহীনদের মাঝে গৃহ হস্তান্তরের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মিনি কনফারেন্স কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদেে নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েচে। আজ সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার মোইমেনা শারমীনের সভাপতিত্বে প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূম) মিথিলা দাস, নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, দৈনিক মানবকন্ঠ ও নতুন প্রভাতের নাচোল প্রতিনিধি ইব্রাহীম বাবু, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক চাঁপাইদৃষ্টির নাচোল প্রতিনিধি এমএকে.জিলানী, দৈনিক বাংলাদেশ সমাচারের তসিকুল ইসলাম, দৈনিক দেশকাল পত্রিকার নাচোল আতাউর রহমান, দৈনিক যায়যায় দিনের নাচোল প্রতিনিধি মতিউর রহমান, দৈনিক আমাদের সময়’র নূরুল ইসলাম বাবু, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হাসানুজ্জামান ডালিম, দৈনিক সানশাইন পত্রিকার অলিউল হক ডলার ও অনলাই পোর্টাল নাচোল নিউজের সম্পাদক হাবিবুল্লাহ শিপন।

প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন আরও জানান, নাচোল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধীকারভিত্তিক ‘আশ্রায়ণ-২’ প্রকল্প এর আওতায় নাচোল উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত কমিটি ভূমিহীন-গৃহহীদের যাঁচাই-বাছাই করে পুনর্বাসন করে ১ম পর্যায়ে ৫০০টি, ২য় পর্যায়ে ২০০টি, ৩য় পর্যায়ে ২১৬টি ও সর্বশেষ ৪র্থ ফেজে ৮০ জনসহ মোট ৯৯৬ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘর ‘ক’ শ্রেণীর(যাদের জমিও নাই ঘরও নাই) গৃহহীনদের মাঝে বরাদ্দ দিয়েছেন।

১০১ বার ভিউ হয়েছে
0Shares