শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাটে জাতীয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠানটি 

লালমনিরহাটে জাতীয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠানটি 

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) লালমনিরহাট কালেক্টরেট মাঠে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম। এ সময় লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।খেলায় বড়বাড়ী ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ান ও কুলাঘাট ইউনিয়ন একাদশ রানার্স আপ হয়।পরে পুরস্কার বিতরণ করা হয়।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS