শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা।

কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা।

এসএবাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, ১৭-০৫-২৩ কুড়িগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কর্তৃক ১৭ মে ২০২৩ ইং তারিখ বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলার সদর পৌরসভার জিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রঙ ফর্সাকারী ক্রিম বিক্রয় করার অপরাধে কেন্দ্রীয় বাজারের এন আর প্লাজায় অবস্থিত সম্রাট কসমেটিকসকে ৫,০০০ টাকা,রিফাত কসমেটিকসকে একই অপরাধে ৩,০০০ টাকা,সুপার মার্কেটে অবস্থিত শাড়ি মেলাকে একই অপরাধে ৩,০০০ টাকা সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ১১,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় অন্যান্য কসমেটিকস ব্যবসায়ীদের নিষিদ্ধ ঘোষিত রঙ ফর্সাকারী ক্রিম বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম,মার্কেটিং ইনস্পেক্টর মো: শফিউল আজম এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়ন এ অভিযানে সহযোগিতা করেন।এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

৯৯ বার ভিউ হয়েছে
0Shares