শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে চাকুরী মেলা ২০২৩ অনুষ্ঠিত। 

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে চাকুরী মেলা ২০২৩ অনুষ্ঠিত। 

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ২৫ জুলাই মঙ্গলবার দিনব্যাপী স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর আওতায় ক্যাম্পাস চত্বরে চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ এর সভাপতিত্বে চাকুরী মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি মোঃ জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, এম্প্লয়ার্স কমিটির সভাপতি মোঃ জিল্লুর রহমান চৌধুরী টিটু। চাকুরী মেলা ২০২৩ প্রসঙ্গে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হক জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক ঘরে ঘরে চাকুরী নিশ্চিত করতে চাকুরী মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা এখানে এসে সরাসরি আলোচনার মাধ্যমে চাকুরী প্রার্থীদের সিলেকশন করছে।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS