শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে জাতীয় মৎস্যসপ্তাহ পালিত

নাচোলে জাতীয় মৎস্যসপ্তাহ পালিত

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২৩ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের অয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেস হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে উপজীব্য করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও পল্লী উন্নয়ন(আরডিও)কর্মকর্তা হারুন-অর-রশিদ। আলোচনা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

১১৭ বার ভিউ হয়েছে
0Shares