শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অ‌ভি‌যো‌গে দুই কিশোর গ্রেফতার    

কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অ‌ভি‌যো‌গে দুই কিশোর গ্রেফতার    

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ৮ বছর বয়সী এক কন‌্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অ‌ভি‌যো‌গে ১৪ ও ১৫ বছর বয়সি দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর ) রাতে রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী কবিরাজ পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অ‌ফিসার ইন চার্জ আব্দুল্লা হিল জামান। গ্রেফতার দুই ‌কি‌শোর রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী কবিরাজপাড়া এলাকার বা‌সিন্দা।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত র‌বিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে অ‌ভিযুক্ত দুই কি‌শোরের একজন কন‌্যা শিশুটিকে চুইংগাম খাওয়ার কথা বলে নিজ বা‌ড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় আ‌রেক কিশোর ঘরের দরজায় পাহারায় থাকে। শিশুটির মা তা‌কে খুঁজ‌তে ওই কি‌শো‌রের বাড়িতে গেলে তারা শিশুটির মাকে দেখে পালিয়ে যায়। তি‌নি ঘরের ভিতর গিয়ে মেয়েকে ‌’বিবস্ত্র অবস্থায়’ দেখতে পান। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে সোমবার রা‌তে ওই দুই কিশোরের বিরুদ্ধে রাজারহাট থানায় ধর্ষণ চেষ্টার অ‌ভি‌যোগ এ‌নে মামলা দায়ের করেন। প‌রে পু‌লিশ দুই কিশোর‌কে গ্রেফতার ক‌রে।
ও‌সি আব্দুল্লা হিল জামান ব‌লেন, ‘গ্রেফতার কি‌শোর‌দের আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।কু‌ড়িগ্রাম চিফ জু‌ডি‌শিয়াল ম্যো‌জি‌স্ট্রেট আদালতের রাজারহাট আম‌লি আদাল‌তের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (‌জিআরও) ফ‌ারুক জানান, মঙ্গলবার বিকা‌ল সা‌ড়ে ৫ টা পর্যন্ত ‌গ্রেফতার কি‌শোর‌দের বিষ‌য়ে আদালত আ‌দেশ দেন‌নি।
৫২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS