শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়করণের দাবিতে তারাগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন ও শোভাযাত্রা

জাতীয়করণের দাবিতে তারাগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন ও শোভাযাত্রা

মোঃ আমজাদ হোসাইন, তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণের দাবিতে রংপুরের তারাগঞ্জে  মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত। উপজেলার সকল বে-সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পরিবারের আয়োজনে ঐ শোভাযাত্রা করা হয়। গতকাল বুধবার  দুপুরে তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে  উপজেলার চৌপথি বাসষ্ট্যান্ড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই শিক্ষা প্রতিষ্ঠান মাঠে এসে শেষ হয়।
এ সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির আহবায়ক  শিশিন চন্দ্র সরকার, তারাগঞ্জ ও এ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, চান্দের পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাদেক আলী, ডাঙ্গিরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বরাতি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সেকেন্দার আলীসহ উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS