শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি সাজ্জাদ ও সাঃ সম্পাদক হিরু নির্বাচিত

স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি সাজ্জাদ ও সাঃ সম্পাদক হিরু নির্বাচিত

স্টাফ রিপোর্টার : রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আতিকুর রহমান হিরু।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে বৃহস্পতিবার সকল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৭টি পদে মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্টিত হয়। ৮টি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়। সর্বমোট ৮৯৫জন ভোটারের মধ্যে ৮৪৭টি ভোট প্রয়োগ করেন ইউনিয়নের ভোটাররা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জাহেরুল ইসলাম জানান, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন তার প্রাপ্ত ভোট ৪৯৫টি, সিনিয়ার সহ-সভাপতি আতোয়ার রহমান ৪২১, সহ-সভাপতি আজিজুল ইসলাম পেয়েছেন ৩০১, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হিরু পেয়েছেন ৪৩২, যূগ্ম সম্পাদক আতোয়ার হোসেন ৪৫৯, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুরাদ ৪৩০, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ৩৮৭, প্রচার সম্পাদক হাফিজুর রহমান ৪০৯, ক্রীড়া সম্পাদক শামছুজ্জামান ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন-সহ-সম্পাদক রেজাউল ইসলাম রেজা, অর্থ সম্পাদক রাহাত হোসেন রনি, দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুন্না, কার্যকরী সদস্য শাহীন, আজিজুল, হারুন-অর-রশিদ ও তানভীর হোসেন।

উক্ত নির্বাচন সার্বিকভাবে তদারকি করেন রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS