মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় আনন্দ মিছিল কামাল উদ্দীন রানাকে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক করায় 

কলমাকান্দায় আনন্দ মিছিল কামাল উদ্দীন রানাকে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক করায় 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিবনগর গ্রামের ইউনুছ আলী ছেলে ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দিন রানাকে কেন্দ্রীয় ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করায় আনন্দ মিছিল হয়েছে। উপজেলা ছাত্র লীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে। পরে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মিষ্টি বিতরণ করা হয়।
এসব কর্মসূচীতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মো. আওয়াল মিয়া, কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান, সম্পাদক ইনসান মিয়া, কলমাকান্দা সদর ছাত্র লীগের আহ্বায়ক শেখ শাখিল, যুগ্মসম্পাদক রঞ্জন বিশ্বাস প্রমুখ।
২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS