বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায়  নানান কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত

কলমাকান্দায়  নানান কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তর আয়োজনে নানান কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে  মঙ্গলবার (১ নভেম্বর) র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মানিক সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
এসময়  বক্তব্য রাখেন , উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও আফরোজা বেগম শিমু, উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা এফ.এম আব্দুল ওয়াজেদ তালুকদার , কলমাকান্দা  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইলিয়াস, উপজেলা আওয়ামী যুবলীগের সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও প্রেসক্লাবের সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে যুবক যুবতীদের যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদপত্র প্রদান ও প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান করা হয় ।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares