শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায়  কারেন্ট জাল জব্দ করে ধ্বংস, দুইজনকে অর্থদণ্ড

কলমাকান্দায়  কারেন্ট জাল জব্দ করে ধ্বংস, দুইজনকে অর্থদণ্ড

কলমাকান্দা (নেত্রকোনা)  প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আট হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর বাজারে এ অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী ব্যক্তিরা হলেন, জেলার পূর্বধলা উপজেলার মৃত আব্দুল হামিদের ছেলে মো. আ: রাজ্জাক (৫০) ও দুর্গাপুর উপজেলার ডাকুমারার মৃত তসুুুু উদ্দিন শেখের ছেলে মো. মনজুরুল হক শেখ (৬৭)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক  ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক জানান, অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

৯০ বার ভিউ হয়েছে
0Shares