শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে মাদকবিরোধী ক্যাম্পেইন ও অধ্যয়নসভা করল জলসিঁড়ি পাঠাগার

দুর্গাপুরে মাদকবিরোধী ক্যাম্পেইন ও অধ্যয়নসভা করল জলসিঁড়ি পাঠাগার

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে মাদকবিরোধী ক্যাম্পেইন ও অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৪টার দিকে জলসিঁড়ি পাঠাগার মুক্তমঞ্চে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ অধ্যয়নসভার উদ্বোধন করেণ।

স্বপন সান্যালের সভাপতিত্বে প্রথম পর্বে,‘মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা করেণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার সহকারি পরিচালক হায়দার রাসেল,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,গবেষক আলী আহম্মদ খান আইয়োব। এসময় জাতীয় গ্রন্থকেন্দ্র প্রদত্ত, জলসিঁড়ি পাঠাগারের পাঠকদের অর্জিত সনদ পত্র ও পুরস্কার বিতরণ করা হয় এবং বাচিকশিল্পী হাসান আরিফ,কবি আব্দুল্লাহ আল মামুন ও সংস্কৃতিকর্মী প্রভাষক নুর আলম সিদ্দিক স্মরণে নীরবতা পালন করা হয়।

দ্বিতীয় পর্বে, অধ্যয়নের প্রয়োজন ও ধরণ বিষয়ে আলোচনা করেণ আনন্দমোহন কলেজের প্রভাষক মুর্শিদা আক্তার মিতি। তারপর জলসিঁড়ি পাঠাগারের উদ্যোগে ১০ টাকায় বই বিতরণ কর্মসূচির সূচনা করা হয়।

এসময় স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিটি দশ টাকার বিনিময়ে ডাঃ লুৎফর রহমানের উন্নত জীবন, ব্রায়ান ট্রেসির টাইম ম্যানেজমেন্ট,নেপোলিয়ান হিলের রোড টু সাকসেস সহ শিশু-যুবার মেধা বিকাশে সহায়ক প্রায় একশত গ্রন্থ ক্রয় করেণ।

এ বিষয়ে জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন,‘ভুর্তকী দিয়ে দশ টাকায় প্রতিটি বই প্রদান করছি। বইটির ক্রয়মূল্য অনেক বেশি। শিশু যুবারা সহজমূল্যে বইটি কিনুক, তারা সম্মানবোধ করুক যে, দানে নয়, বইটি তারা কিনেছে, তবু বই কেনার অভ্যাস বাড়ুক। দশ টাকায় বই বিনিময় কর্মসূচি আরো বৃদ্ধি করতে দেশের বিত্তবানদের যুক্ত হবার আহবান করেণ জলসিঁড়ি পাঠাগার কর্মীরা’।

উল্লেখ্য যে,দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ বছরে পদার্পণ করেছে গত ২৮ মার্চ। প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে উদীয়মান ১৮ তরুণ-তরুণী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। গ্রামীণ পর্যায়ে জলসিঁড়ি পাঠাগারটি দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য ‘দৈনিক আমাদের সময়’ প্রতিষ্টাবার্ষিকী’র সম্মাননা পদক প্রদান করা হয়েছে।দুর্গাপুরে মাদকবিরোধী ক্যাম্পেইন ও অধ্যয়নসভা করল জলসিঁড়ি পাঠাগার

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে মাদকবিরোধী ক্যাম্পেইন ও অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৪টার দিকে জলসিঁড়ি পাঠাগার মুক্তমঞ্চে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ অধ্যয়নসভার উদ্বোধন করেণ।

স্বপন সান্যালের সভাপতিত্বে প্রথম পর্বে,‘মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা করেণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার সহকারি পরিচালক হায়দার রাসেল,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,গবেষক আলী আহম্মদ খান আইয়োব। এসময় জাতীয় গ্রন্থকেন্দ্র প্রদত্ত, জলসিঁড়ি পাঠাগারের পাঠকদের অর্জিত সনদ পত্র ও পুরস্কার বিতরণ করা হয় এবং বাচিকশিল্পী হাসান আরিফ,কবি আব্দুল্লাহ আল মামুন ও সংস্কৃতিকর্মী প্রভাষক নুর আলম সিদ্দিক স্মরণে নীরবতা পালন করা হয়।

দ্বিতীয় পর্বে, অধ্যয়নের প্রয়োজন ও ধরণ বিষয়ে আলোচনা করেণ আনন্দমোহন কলেজের প্রভাষক মুর্শিদা আক্তার মিতি। তারপর জলসিঁড়ি পাঠাগারের উদ্যোগে ১০ টাকায় বই বিতরণ কর্মসূচির সূচনা করা হয়।

এসময় স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিটি দশ টাকার বিনিময়ে ডাঃ লুৎফর রহমানের উন্নত জীবন, ব্রায়ান ট্রেসির টাইম ম্যানেজমেন্ট,নেপোলিয়ান হিলের রোড টু সাকসেস সহ শিশু-যুবার মেধা বিকাশে সহায়ক প্রায় একশত গ্রন্থ ক্রয় করেণ।

এ বিষয়ে জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন,‘ভুর্তকী দিয়ে দশ টাকায় প্রতিটি বই প্রদান করছি। বইটির ক্রয়মূল্য অনেক বেশি। শিশু যুবারা সহজমূল্যে বইটি কিনুক, তারা সম্মানবোধ করুক যে, দানে নয়, বইটি তারা কিনেছে, তবু বই কেনার অভ্যাস বাড়ুক। দশ টাকায় বই বিনিময় কর্মসূচি আরো বৃদ্ধি করতে দেশের বিত্তবানদের যুক্ত হবার আহবান করেণ জলসিঁড়ি পাঠাগার কর্মীরা’।

উল্লেখ্য যে,দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ বছরে পদার্পণ করেছে গত ২৮ মার্চ। প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে উদীয়মান ১৮ তরুণ-তরুণী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। গ্রামীণ পর্যায়ে জলসিঁড়ি পাঠাগারটি দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য ‘দৈনিক আমাদের সময়’ প্রতিষ্টাবার্ষিকী’র সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS