বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায়  প্রধান নদী উব্দাখালীর পানি বিপদসীমার ওপরে,  বন্যার আশঙ্কা 

কলমাকান্দায়  প্রধান নদী উব্দাখালীর পানি বিপদসীমার ওপরে,  বন্যার আশঙ্কা 

কলমাকান্দা (নেত্রকোনা)  প্রতিনিধি:   ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি ১৫ ঘন্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে ।

স্থানীয় সুত্রে জানা গেছে , উপজেলার প্রধান নদী উব্দাখালী তীরবর্তী এলাকাসহ নদ-নদীতে  পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকতে শুরু করায় ফসলিজমিসহ বসতবাড়িতে পানি ঢুকেছে । এতে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। পাহাড়ি ঢলে সীমান্তবর্তী রংছাতি, খারনৈ, বড়খাপন ইউনিয়নের নিম্মাঞ্চলের কিছু কিছু  এলাকায় সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে ।

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন সাংবাদিকদের জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার  সকাল ৯ টা পর্যন্ত উব্দাখালী নদীর ডাকবাংলা পয়েন্টে ১৫ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানিবৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে এবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে ।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS