মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় বর্ষায় প্লাবিত পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত 

কলমাকান্দায় বর্ষায় প্লাবিত পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় বর্ষায় প্লাবিত পুকুর ও জলাশয়ে ২৬৩ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
আজ সোমবার (৩১ অক্টোবর ) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় অভন্ত্যরীন জলাশয় বর্ষা প্লাবিত উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম, উপজেলা  ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান,  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান,  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান অনিক,  ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু প্রমূখ।
৬৯ বার ভিউ হয়েছে
0Shares