শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইসলাম উদ্দিন (৩০) নামের এক যুবক মারা গেছেন।আজ শনিবার দুপুরে  কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত সড়কের রামনাথপুর সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইসলাম উদ্দিন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সিংপুর গ্রামের সুরুজ আলী ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শনিবার সকালে সিলেট থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় ইসলাম উদ্দিন। পথে রামনাথপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। এতে করে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবুল কালাম (পিপিএম)  বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলাম উদ্দিনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৭ বার ভিউ হয়েছে
0Shares