মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষনা

সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষনা

জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া পৌরসভার ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের ৭২ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৫৬৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার(২২জুন)দুপুরে পৌর কার্যালয়ে সাঁথিয়া পৌর সভার মেয়র মাহবুব আলম বাচ্চুর সভাপতিত্বে ও উপ-সহকারি প্রকৌশলী আবু ঈসা শফিউল আলমের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বেড়া পৌর সভার মেয়র ও বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশনের(ম্যাব) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন। আরো বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,বীরমুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সাধারণ সম্পাদক আব্দুল হাই,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন,সাংবাদিক রতন দাস,আবুল কাশেম,জয়নুল আবেদীন রানা,খালেকুজ্জামান পান্নু,আবু ইসহাক,সমাজ সেবক কামরজ্জামান ঝুনু,আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে অর্থ বছরের বাজেট পেশ করেন পৌর সভার হিসাব রক্ষক আব্দুল বারিক। এ সময় পৌর সভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান,কাউন্সিলর বৃন্দ,এনজিও প্রতিনিধি,সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS