বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড কর্তৃক সমিতির উপকার ভোগীদেরকে আত্ম কর্মসংস্থান ও উদ্যাগতা সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ সম্পন্ন।

বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড কর্তৃক সমিতির উপকার ভোগীদেরকে আত্ম কর্মসংস্থান ও উদ্যাগতা সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ সম্পন্ন।

শার্শা(যশোর) সংবাদদাতাঃ যশোরের শার্শায় বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্পের (তৃতিয় পর্যায়ে) উদ্দ্যোগে সমিতির উপকার ভোগীদেরকে আত্ম কর্মসংস্থান ও উদ্যাগতা সৃষ্টির লক্ষ্যে দুই ধাপে ৮০ জন বেকার যুবক যুবতীকে মোটাতাজা করন ও দুগ্ধ উৎপাদানে উন্নত মানের প্রশিক্ষণ প্রদান শেষ হয়েছে। গত ১৭ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৪০ জন ও ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত ৪০ জন সহ মোট ৮০ জন যুবক যুবতীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি দিন সকাল ৯ টাক থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষনার্থিদের কে প্রশিক্ষণ প্রদান করেন, কামরুজ্জামান উপ-পরিচালক বি, আর, ডি,বি যশোর, নারায়ন চন্দ্রপাল উপজেলা নির্বাহী অফিসার শার্শা, জহুরুল ইসলাম উপ-প্রকল্প পরিচালক বি, আর, ডি,বি যশোর, ডাঃ বিনয় কৃষ্ণ মল্লিক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এস এম সাকির উদ্দীন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, জাহিদুল ইসলাম প্রকল্প কর্মকর্তা শার্শা। ৬ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থিদেরকে সম্মানী ভাতা পাঁচশত টাকা এবং যাতায়াত খরচ বাবদ দুই শত টাকা সহ মোট সাত শত টাকা হারে প্রদান করেন এবং নাস্তা ও দুপুরের খাবার দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থিদের মাঝে সনদ পত্র বিতরন করা হয়।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares