মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগরে ভূমিহীন -গৃহহীনদের মাঝে দলিল সহ গৃহ হস্তান্তর

সুজানগরে ভূমিহীন -গৃহহীনদের মাঝে দলিল সহ গৃহ হস্তান্তর

সুজানগর (পাবনা)প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে,”আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যকে সামনে রেখে,আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন – গৃহহীন পরিবারকে ভূমির দলিল সহ গৃহ হস্তান্তর করা হয়েছে । বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে সারাদেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়ে ভূমিহীন -গৃহহীন দের মাঝে জমির দলিল সহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সুবিধাভোগীদের কথা শুনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষিবিদ তরিকুল ইসলাম উপজেলার ভূমিহীন গৃহহীনদের মাঝে জমির দলিল সহ গৃহ হস্তান্তর করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান,যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS