শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাপগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে গোয়ালঘর পুড়ে ছাই

গোলাপগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে গোয়ালঘর পুড়ে ছাই

গোলাপগঞ্জ প্রতিনিধি :  গোলাপগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মজির উদ্দিনের গোয়াল ঘর, গরুর খাবার ও ফলজবৃক্ষ  । শুক্রবার( ১২ মে) রাত  সাড়ে নয়টায় উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের সুনামপুর গ্রামে মজির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে গোয়ালঘর,গরুর খড়, বিভিন্ন ফলজ গাছ পুড়ে প্রায় আড়াই লক্ষ  টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মজির উদ্দিনের ছেলে কামরুল হাছান।

ক্ষতিগ্রস্ত কামরুল হাছানের বোন রুমি জানান, রাত প্রায় নয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘরের দরজা ধাক্কা দেয় এবং দরজা খুলতে বলে। এ সময় ঘরের ভেতর থেকে পরিবারের লোকজন চিৎকার করলে পালিয়ে যাবার সময় খড়ের ঘরে আগুন দেয় তারা। কয়েক মিনিটের মধ্যে দেখা যায় গোয়াল ঘরের চার দিকে দাউদাউ করে আগুন জ্বলছে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে সুনামপুর জামে মসজিদের মাইকে ঘোষণা ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। গোলাপগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে এলাকার লোকজন এসে আগুন নেভায়। তবে এর আগে সব পুড়ে ছাই হয়।

এদিকে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি ওপারেশন জিতেন্দ্র নাথ ঘোষ, এসআই পার্থ সারথি, এসআই ফয়জুল করিম।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার বলছে পূর্ব শত্রুুতার জেরে প্রথমে তাদের বসতঘরে আগুন দিতে চেয়েছিল। এসময় তারা চিৎকারে পালিয়ে যাবার সময় খড় ঘরে আগুন দেয় বলে দাবি করেন পরিবারের সদস্য।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম  জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৩৬ বার ভিউ হয়েছে
0Shares