মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নাচোল থানাপুলিশ, পল্লী বিদ্যুৎ, সাব-রেজিস্টারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণের পর জাতির জনক, মুক্তিযুদ্ধে শহীদ, জেলখানায় নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভা ও সরকারীভাবে সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা। জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান সরকার, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। আলোচনা শেষে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় জিয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনাসভা ও দোয়া মোনাজাত করা হয়। অন্যদিকে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

৮১ বার ভিউ হয়েছে
0Shares