বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপির খোলস পাল্টিয়ে রাব্বানীর ছত্রছাঁয়ায় আঙ্গুল ফুলে কলাগাছ রাসেল 

বিএনপির খোলস পাল্টিয়ে রাব্বানীর ছত্রছাঁয়ায় আঙ্গুল ফুলে কলাগাছ রাসেল 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে অবৈধ ভাবে সেচ মটর পাম্প স্থাপন করে সেচ দেয়ার অভিযোগ উঠেছে রাসেল নামের একজন ব্যক্তির বিরুদ্ধে। একসময় বিএনপির রাজনীতি করলেও এখন খোলস পাল্টিয়ে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর ছত্রছায়ায় থেকে দাপিয়ে বেড়াচ্ছেন পুরো এলাকা। বর্তমানে মুন্ডুমালা পৌরবাসীর কাছে মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাড়িয়েছে এই বখাটে যুবক রাসেল। জানা গেছে, মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের আমজাদ আলীর পুত্র আসলাম আলী রাসেল এলাকায় রাব্বানীর দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে এলাকায় জমি দখল থেকে শুরু করে অবৈধ মটর পাম্প স্থাপন করে বরেন্দ্র বহুমুখী ডিপের স্কিম দখল করে দিচ্ছেন সেচ। অভিযোগ রয়েছে,বখাটে রাসেল রাব্বানীর ছায়াতলে থেকে নামমাত্র এসটি ডব্লিউ মটারের আবেদন করে একাই ৫টি মিনি মটর পাম্প স্থাপন করে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে চালাচ্ছেন মটর পাম্প গুলো।
 রাসেলের এসব অবৈধ মটর পাম্পের বিরুদ্ধে ডিপের অপারেটর সাদেকুল ইসলাম বাদী হয়ে তানোর পল্লী বিদ্যুৎ অফিসে ও বরেন্দ্র বহুমুখী অফিসে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না। ফলে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে রাসেলের দৌরাত্ম্য। প্রকাশনগর গ্রামের ডিপ অপারেটর সাদিকুল ইসলাম বলেন, গোলাম রাব্বানীর ছোট ভাই শফিকুল ইসলামের মদদে রাসেল তার ডিপের স্কিম দখল করে সেচ দিচ্ছেন। তাকে ডিপের স্কিমে পানি দিতে নিষেধ করলেই রাব্বানীর ভাইদের এনে দেন প্রাণনাশের হুমকি। এমনকি ডিপের অবস্থা অকেজো করে দেয়া হবে বলেও হুমকি ধামকি দেন রাসেল। আমি রাসেলের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ অফিসে ও বরেন্দ্র অফিসে লিখিত অভিযোগ দিয়েছি,কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এবিষয়ে জানতে রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অবৈধ মটর পাম্প দিয়ে পানি সেচ দিই আর না দিই সেটা পল্লী বিদ্যুৎ অফিস দেখবেন,এতে সাদেকুল একটু বেশি বাড়াবাড়ি করছে। এবার সাদেকুলের ব্যবস্থা করা হবে বলে দম্ভোক্তি দেখান তিনি। এবিষয়টি নিয়ে তানোর পল্লী বিদ্যুৎ অফিসের জিএম জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, সংযোগ বিচ্ছিন্ন করতে লাইনম্যানও পাঠানো হয়েছিল, কিন্তু রাব্বানীর ছোট ভাই শফিকুল ইসলাম লাইনম্যানকে বিভিন্ন হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে লাইন কাটতে বাঁধা দেন। সেই জন্য অবৈধ মটর পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায়নি। বিষয়টি উদ্ধর্তন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে, খুব তাড়াতাড়ি এর সুরাহা করা হবে বলে জানান তিনি।
১৪১ বার ভিউ হয়েছে
0Shares