শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্প (এলজিসিআরআরপি) এলজিইডি সদর দফতরের আয়োজনে কর্মক্ষমতা, দুর্যোগ-জরুরী প্রতিক্রিয়া ব্যবস্থাপনা সিস্টেমের উপর প্রকল্প বাস্তবায়ন সহায়তা বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ ছিলেন “পৌর প্রকল্পে জলবায়ু, ঝুঁকি অন্তর্ভুক্ত করা, রংপুরের অধীনে প্রকল্প বাস্তবায়নের সমস্যা এবং বাধা”।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহযোগিতায়, রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে গতকাল রোববার সকালে রংপুর পর্যটন মোটেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ এম, আখতার জামান, রংপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিয়া। সম্মানিত অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান ও এলজিইডি সদর দপ্তর এলজিসিআরপির উপ-প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন।
উক্ত কর্মশালায় সিটি মেযর, পৌর মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং রংপুর বিভাগের অধীনে পৌরসভাবাসীরা অংশ গ্রহণ করেন।
২১ বার ভিউ হয়েছে
0Shares