শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা জেলায় স্বস্তির বৃষ্টি

ভোলা জেলায় স্বস্তির বৃষ্টি

ভোলা প্রতিনিধিঃ টানা দাবদাহের পর অবশেষে বহুল প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলেছে। প্রায় দুই সপ্তাহের বেশি সময় তাপদাহ চরমে থাকার পর ভোলা জেলা বিভিন্ন উপজেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ভাড়ী না হলেও মাঝারি ধরনের ঘন্টা ব্যাপী এই বৃষ্টি জনজীবনে খানিকটা স্বস্তি দিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ভোলা জেলায় ঘন্টা ব্যাপী গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি আধঘণ্টা/একঘন্টা হলেও আপাততে এতেই সন্তুষ্ট মানুষ। কারণ,এ বৃষ্টিতেই কিছুটা পরম শান্তি ফিরে এসেছে তাদের মধ্যে। এদিকে, চলমান তাপদাহের মধ্যে বৃহস্পতিবার ভোলায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS