শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফরিদপুর চিনিকলে নতুন এম.ডি’র যোগদান

ফরিদপুর চিনিকলে নতুন এম.ডি’র যোগদান

শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি ৭ জুন বুধবারঃ মধুখালীতে ফরিদপুর চিনিকলে নবাগত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বুধবার মোহাম্মদ সাইফুল্লাহ যোগদান করেছেন।

চিনিকল সূত্রে জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করোপরেশনের স্মারক নম্বর -৩৬.০৪.০০০০.০১১.১৯.০০৩.১৮.৫৭৬ তারিখ ০৬/০৬/২০২৩ খ্রি. অফিস আদেশ মেতাবেক সেতাবগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপক(অর্থ) মোহাম্ম্দ সাইফুল্লাহকে ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেব দলীকরা হয়। সে অনুযায়ী ৭ জুন বুধবার সকালে ফরিদপুর সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা

পরিচালক হিসেবে তিনি যোগদান করেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন দায়িত্ব হস্তান্তরকারী ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক

(কারখানা) কল্যাণ কুমার দেবদাস, মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন,মহব্যবস্থাপক(প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান,শ্রমজীবীইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলনসহ বিভিন œবিভাগের কর্মকর্তা, শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিকক র্মচারীবৃন্দ। উল্লেখ্য ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপ নাপরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল লিমিেিটড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলী হওয়ায় তারঁ স্থলাভিসিক্ত হলেন মোহাম্ম্দ সাইফুল্লাহ।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares